মধুটিলা ইকোপার্ক
মধুটিলা ইকোপার্ক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পোড়াগাও ইউনিয়নে অবস্থিত।৩৮৩ একর জায়গা নিয়ে মধুটিলা ইকোপার্ক গঠিত। ১৯৯৯ সালে মধুটিলাকে পরিবেশ উদ্যান বা ইকোপার্ক হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক আসে পিকনিক, বনভোজন বা শিক্ষা সফর করতে। মধুটিলার প্রাকৃতিক সৌন্দর্য যে কোন পর্যটককে মুগ্ধ করে। এর অদূরেই বাংলাদেশ-ভারত সীমান্ত।
এখানে রয়েছে রেস্ট হাউজ, সাইট ভিউ টাওয়ার, প্যাডেল বোট, লেক, মিনি চিড়িয়া খানা, শিশুপার্ক, স্টার ব্রিজ, বিভিন্ন বন্য প্রাণীর ভাষ্কর্য আর চারদিকে হরেক প্রজাতির গাছপালা।এ যেন সবুজের সমারোহ। মধুটিলার কাছাকাছি আরও দু’টি পিকনিক স্পট রয়েছে এর একটি হল নাকুগাও স্থলবন্দর ও অন্যটি গজনী অবকাশ কেন্দ্র। মধুটিলা, গজনী অবকাশ কেন্দ্র ও নাকুগাঁও স্থল বন্দর এ তিনটি পর্যটন কেন্দ্রই একেবারে বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর অবস্থান করছে।
No comments