স্বর্ণ মন্দির/বৌদ্ধ ধাতু জাদি
স্বর্ণ মন্দির
প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি বান্দর বন। বান্দর বনের নিকটবর্তী স্থানেই রয়েছে অনেক দর্শনীয় স্থান। স্বর্ণ মন্দির, চিম্বুক পাহাড়, সাইরুহিল রিসোর্ট, নীলাচল, নীলগিরি, শৈল প্রপাত, বগালেক ও মেঘলা পর্যটন কেন্দ্র।
স্বর্ণ মন্দিরের অবস্থান ঃ
বান্দর বন জেলা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে বালাঘাটা এলাকায় সু-উচ্চ পাহাড়ের চুড়ায় স্বর্ণ মন্দির বা বৌদ্ধ ধাতু জাদি অবস্থিত। স্থানীয় লোকজন একে জাদি বা স্বর্ণ মন্দির নামেই চেনে। এটি বৌদ্ধ ধর্মাম্মবলীদের কাছে অন্যতম শ্রেষ্ঠ পবিত্র বা তীর্থ স্থান। এটি স্বর্ণ মন্দির নামে পরিচিত হলেও আসলে তা স্বর্ণ দিয়ে নির্মিত নয়। সোনালী রঙের কারণেই এর নাম করন হয়েছে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের প্রায় ৩৫০ ফুট উপরে একটি লেক রয়েছে। সকল মৌসুমে এই লেকে পানি থাকে। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন এই লেকটিকে “দেবতার পুকুর” নামে ডাকে।
https://farukhossainn.blogspot.com/2022/01/blog-post_85.html
https://farukhossainn.blogspot.com/2022/01/blog-post_13.html
No comments