Publisher ID: pub-3111031525984073 Site: farukhossainn.blogspot.com করোনা /ওমিক্রন - Digital Product Review

Header Ads

করোনা /ওমিক্রন

আবারও বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে করোনা! গত দু’বছর ধরে করোনার প্রভাবে অর্থনৈতিক ভাবে পুঙ্গু হয়েছে বিশ্বের অধিকাংশ মানুষ। তাছাড়া ৫০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মাস্ক, ভ্যাকসিন, গৃহবন্ধী হয়ে ঘরে বসে থাকতে হয়ে মাঝে মাঝেই। চাকুরি খোয়াতে হয়েছে অনেককেই, ব্যবসা বানিজ্যও যেন থমকে গিয়েছিল একেবারে। গত বছরের শেষ দিকে এর প্রভাব বেশ কমে এসেছিল । যার ফলে সবাই আসার আলো দেখছিল। মনে হচ্ছিল এটা নি:শেষ হতে চলেছে। কিন্তু আবার যেন নতুন রুপে ফিরে আসছে ধরন পরিবর্তন করে। এ ধরনের নাম দেয়া হয়েছে “ওমিক্রন”। ওমিক্রন এর প্রভাব শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যথাযথ স্বাস্থ্য সচেতনতা ছাড়া এটার বিস্তার রোধ করা কঠিন হয়ে পড়েছে।



চলুন, সকলে মিলে স্বাস্থ্য সচেতন  হই বেশি বেশি। আমাদের বিশ্বকে আমাদেরই বাঁচাতে হতে হবে এই হোক অঙ্গীকার।

  • মাস্ক ছাড়া চলাচল নয়।
  • করোনার টিকা গ্রহন করায় অবহেলা নয়।
  • যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে চলুন।
  • স্বাস্থ্য সচেতনতা মেনে চলুন।
পরিশেষে, পরিবারকে সুরক্ষিত রাখি, দেশ ও দেশের মানুষকে সুরক্ষিত রাখি এই হোক অঙ্গীকার। নিরাপদ বিশ্ব গড়ি।


No comments

Digial Product Review

James and Max 2025 End Of Year Special Review: James and Max 2025 End Of Year Special

Introduction: It's tough to know what's real with all the new stuff online, like courses and tools claiming you'll get rich quic...

Powered by Blogger.