হোসেনপুর জমিদার বাড়ি / মানব বাবুর বাড়ি।
হোসেনপুর জমিদার বাড়ি।
কিশোরগজ্ঞ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া নামক স্থানে এই জমিদার বাড়িটি অবস্থিত। কিশোরগজ্ঞ জেলা শহর থেকে এর দূরত্ব মাত্র ১১ কিলোমিটার । জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারি মানবেদ্র চক্রবর্তী চৌধুরির নাম অনুসারে মানব বাবুর বাড়ি হিসেবেও অধিক পরিচিত। শান্ত, সুন্দর ছিমছাম পরিবেশ কোথাও কোলাহল নেই। সময় করে ঘুরে আসতে পারেন আপনিও।
জমিদার বাড়ির গেইটে
জমিদার বাড়ির সামনে আমগাছ তলায়
জমিদার বাড়ির সামনে থেকে
https://farukhossainn.blogspot.com/2022/01/blog-post_18.html
No comments