Publisher ID: pub-3111031525984073 Site: farukhossainn.blogspot.com অনলাইন ক্লাস - Digital Product Review

Header Ads

অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস

করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে শিক্ষা খাত এটা অস্বীকার করার উপায় নেই। এই ক্ষতি পুষিয়ে নেয়ার পদক্ষেপ হিসেবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাসের আয়োজন করছে বিভিন্ন ভাবে। তা যেন অনেকটা এলোমেলো ভাবে চলছে। কারণ প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায় বিশদ ভাবে আলোচনা করার মত কোন ক্লাস হচ্ছে না। যা হচ্ছে তা যেন অনেকটা দায়সারা গুছের। 

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় গুলোর জন্য মান সম্মত টিচার দিয়ে প্রতিটি পাঠ্যবইয়ের, প্রতিটি অধ্যায় বিশদ আলোচনা সহকারে ধারাবাহিকভাবে সুনির্দিষ্ট কোন একটি চ্যানেলে দিনের বেলায় প্রচার করা যেত তাহলে সকল শ্রেনীর শিক্ষার্থী উপকৃত হতো। 

শিক্ষা জাতির মেরুদন্ড এটা সবার জানা। করোনাকালীন সময় যেহেতু কোচিং, প্রাইভেট সবই বন্ধ তাই বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বইয়ের পড়া নিয়ে কিছুটা সমস্যায় পরতেই পারে। করোনা বা মহামারি কতদিন থাকবে তা কারো জানা নেই। কিন্তু এই সময়ে স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পড়ার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য প্রতিটা সরকার বিশেষ ভাবে নজর দিক এটাই কাম্য।

 
















No comments

Product Reviews

CLICK n' BANK AI - (Case Study) Traffic Goldmine makes $300 per day

In today's world, affiliate marketing has arisen as a significant approach for individuals to earn money by advertising items or service...

Powered by Blogger.