ষাট গুম্বুজ মসজিদ, বাগের হাট যাদুঘর ও খান জাহান আলীর মাজার।
ষাট গুম্বুজ মসজিদ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগের হাট। আর এই বাগের হাট জেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ষাট গম্বুজ মসজিদ । মসজিদ টির নির্মানশৈলী থেকে ধারনা করা হয় এটি খান জাহান আলী নির্মান করেছেন। ১৯৮৫ সালে মসজিদটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অর্ন্তরভূক্ত হয়।
মসজিদের সামনের দেয়ালে বেশ বড় আকারের ১১ টি দরজা রয়েছে।আর উত্তর - দক্ষিণ পাশে উভয় দিকে ৭ টি করে দরজা । মসজিদের ভেতরে মোট ৬০ টি পিলার রয়েছে।একটা বিষয় লক্ষনীয় যে, প্রচন্ড গরমের মধ্যেও মসজিদের ভেতরে তেমন একটা গরম লাগে না।বিশাল বিশাল গম্বুজের কারণেও এমনটা হতে পারে।
বাগের হাট জাদুঘর
ষাট গম্বুজ মসজিদের একটু সামনেই বাগের হাট জাদুঘর। জাদুঘরের সামনে টিকিট কাউন্টার আছে। জনপ্রতি টিকিটের মূল্য ১৫ টাকা।স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের জন্য ৫ টাকা। সার্কভূক্ত বিদেশী পর্যটকদের জন্য ৫০ টাকা।অন্যান্য দেশের বিদেশী পর্যটকদের জন্য ১০০ টাকা।রবিবার সাপ্তাহিক ছুটি ছাড়া জাদুঘরটি সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার জুম্মার নামাজের কারণে ১২.৩০ থেকে ৩ টা পর্যন্ত বন্ধ থাকে।
No comments