Publisher ID: pub-3111031525984073 Site: farukhossainn.blogspot.com ষাট গুম্বুজ মসজিদ, বাগের হাট যাদুঘর ও খান জাহান আলীর মাজার। - Digital Product Review

Header Ads

ষাট গুম্বুজ মসজিদ, বাগের হাট যাদুঘর ও খান জাহান আলীর মাজার।

ষাট গুম্বুজ মসজিদ 

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগের হাট। আর এই বাগের হাট জেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ষাট গম্বুজ মসজিদ । মসজিদ টির নির্মানশৈলী থেকে ধারনা করা হয় এটি খান জাহান আলী নির্মান করেছেন। ১৯৮৫ সালে মসজিদটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অর্ন্তরভূক্ত হয়।

মসজিদের সামনের দেয়ালে বেশ বড় আকারের ১১ টি দরজা রয়েছে।আর উত্তর - দক্ষিণ পাশে উভয় দিকে ৭ টি করে দরজা । মসজিদের ভেতরে মোট ৬০ টি পিলার রয়েছে।একটা বিষয় লক্ষনীয় যে, প্রচন্ড গরমের মধ্যেও মসজিদের ভেতরে তেমন একটা গরম লাগে না।বিশাল বিশাল গম্বুজের কারণেও এমনটা হতে পারে।


ঐতিহাসিক গুম্বুজ মসজিদ



বাগের হাট জাদুঘর

ষাট গম্বুজ মসজিদের একটু সামনেই বাগের হাট জাদুঘর। জাদুঘরের সামনে টিকিট কাউন্টার আছে। জনপ্রতি টিকিটের মূল্য ১৫ টাকা।স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের জন্য ৫ টাকা। সার্কভূক্ত বিদেশী পর্যটকদের জন্য ৫০ টাকা।অন্যান্য দেশের বিদেশী পর্যটকদের জন্য ১০০ টাকা।রবিবার সাপ্তাহিক ছুটি ছাড়া জাদুঘরটি সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার জুম্মার নামাজের কারণে ১২.৩০ থেকে ৩ টা পর্যন্ত বন্ধ থাকে।








বাগের হাট মিউজিয়াম






















খান জাহান আলীর মাজার/ স্মৃতিসৌধ 

বাগের হাট জেলা সদর হতে প্রায় ৪ কিলোমিটার দূরে ঠাকুর দিঘি পাড়ে খান জাহান আলীর মাজার/স্মৃতিসৌধ অবস্থিত।
স্মৃতিসৌধের পাশের বিশাল দিঘিটিকেই ঠাকুর দিঘি বলা হয়।পাথর খচিত স্মৃতিসৌধের শীলা লিপি থেকে বুঝা যায় যে, খান জাহান আলী ৮৬৩ খ্রিঃ জিলহজ মাসের ২৭ তারিখ মৃত্যু বরন করেন।








খান জাহান আলী মাজার ও দীঘি


















 







No comments

Product Reviews

RPM 3.0 Reviews

Introduction: The Rapid Profit Machine (RPM) 3.0 is an affiliate marketing system developed by James Neville-Taylor, a recognized figure in...

Powered by Blogger.