টাইগারদের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ( দ্বিতীয় টেস্ট)ঃ
বাংলাদেশ দলের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের আনন্দ নিয়ে আগামী কাল ক্রাইস্টচার্চে মাঠে নামবে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট খেলার জন্য। প্রথম ম্যাচের ন্যায় ব্যাটিং ও বোলিং এ ঠিকমত জ্বলে উঠতে পারলে এই প্রথম নিউজিল্যাল্ডের মাটিতে সিরিজ জয়ের আনন্দে ভাসবে তারা। তাহলে লেখা হবে আরেকটি নতুন ইতিহাস। অবশ্য সেক্ষেত্রে দ্বিতীয় টেস্ট না জিততে পারলেও ড্র করতে পারলেই হবে। দু’টি অপশন ই খোলা আছে টাইগারদের সামনে। জয়, নয়তো ড্র। কারণ দুই টেস্টের একটিতে জিতে এগিয়ে রয়েছে টাইগাররা। কাজটি যে খুব সহজ হবে, তা বলা মুসকিল। সেজন্য ব্যাটে, বলে দুর্দান্ত লড়াই করতে হবে এটা প্রায় নিশ্চিত। উপ-মহাদেশের দলগুলোর জন্য তা অবশ্যই অনেক কঠিণ। দেখা যাক, কি হয়?
No comments