সত্যি অসাধারন এক জয় !
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ১ম টেস্ট ঃ
সত্যিই অসাধারন এক জয় ! এ যেন বিশ্ব জয় করার মত আনন্দ ! আর হবেই না কেন ? টেস্ট চ্যাম্পিয়ন শীপের শীর্ষ দলকে হারানো অবশ্যই বড় একটা অর্জনও বটে। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে নিউজিল্যাল্ড সফর বাংলাদেশের জন্য বেশ কঠিন ছিল। যেখানে বাংলাদেশ দলের বিশ্বসেরা ওপেনার তামিম ইকবাল নেই, তার সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর মত প্লেয়ার অনুপস্থিত । দেশে ও বাইরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগে ১৫টি টেস্ট খেললেও প্রতিবারই জয় টা অধরাই ছিল এতদিন। ১৬তম টেস্টে অবশেষে সেই বহু কাঙ্খিত জয়ের দেখা মিলল । তাও আবার নিউজিল্যান্ডের মাটিতেই। ঘরের মাঠে এর আগে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড।
https://farukhossainn.blogspot.com/2022/01/new-zealand-vs-bangladesh-at-mount.html
No comments