Publisher ID: pub-3111031525984073 Site: farukhossainn.blogspot.com সত্যি অসাধারন এক জয় ! - Digital Product Review

Header Ads

সত্যি অসাধারন এক জয় !

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ১ম টেস্ট ঃ

সত্যিই অসাধারন এক জয় ! এ যেন বিশ্ব জয় করার মত আনন্দ ! আর হবেই না কেন ? টেস্ট চ্যাম্পিয়ন শীপের শীর্ষ  দলকে হারানো অবশ্যই বড় একটা অর্জনও বটে। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে নিউজিল্যাল্ড সফর বাংলাদেশের জন্য বেশ কঠিন ছিল। যেখানে বাংলাদেশ দলের বিশ্বসেরা ওপেনার তামিম ইকবাল নেই, তার সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর মত প্লেয়ার অনুপস্থিত । দেশে ও  বাইরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগে ১৫টি টেস্ট খেললেও প্রতিবারই জয় টা অধরাই ছিল এতদিন। ১৬তম টেস্টে অবশেষে সেই বহু কাঙ্খিত জয়ের দেখা মিলল । তাও আবার নিউজিল্যান্ডের মাটিতেই। ঘরের মাঠে এর আগে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড।



বাংদেশের চেয়ে টেস্ট র‌্যাংকিং এ এগিয়ে থাকা ভারত, পকিস্তান, শ্রীলংকাও নিউজিল্যান্ডে গিয়ে এতটা ভাল করতে পারেনি। এই জয় টাইগারদের যেমন অনুপ্রেরণা যুগাবে, তেমনি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। এমনটাই প্রত্যাশা দেশবাসীর। 


ফলাফল ঃ নিউজিল্যান্ড - ৩২৮ ও   ১৬৯।
                 বাংলাদেশ      - ৪৫৮  ও   ৪২/২  ।

বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

https://farukhossainn.blogspot.com/2022/01/new-zealand-vs-bangladesh-at-mount.html

No comments

Product Reviews

Vocal Clone AI - CLONE your voice - Reach Millions, Connect, Engage & Skyrocket Your Sales.

[Awarded Application] The world's first ChatGPT 4o app can clone and narrate voices or videos in over 100 languages with a single click ...

Powered by Blogger.