New Zealand vs Bangladesh at Mount Maunganui
স্বপ্ন দেখছে বাংলাদেশ, দেখাচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত কোন আন্তর্জাতিক ম্যাচ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এই টেস্টের শুরু থেকেই বেশ ভাল অবস্থানে বাংলাদেশ। নিউজিল্যান্ড তাদের ২য় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করেছে ৪র্থ দিন শেষে । ১৭ রানের লিড নিয়ে ৫ম দিন কাল আবার ব্যাটিং এ নামবে তারা । তাদের হাতে আছে ৫ উইকেট । বাংলাদেশের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব কম রানের মধ্যে তাদের অল আউট করে ২য় ইনিংসে ব্যাট করা। বোলাররা যদি ঠিকমত বল করতে পারে আর ব্যাটসম্যানরা যদি ভাল ব্যাট করতে পারে তাহলেই কাঙ্খিত ফলাফল সম্ভব। দেখা যাক, কি হয় ?
চতুর্থ দিন শেষে -
বাংলাদেশ - ৪০১
নিউজিল্যাল্ড - ৩২৮ এবং ১৪৭/৫
নিউজিল্যান্ড লিড - ১৭ রান।
https://farukhossainn.blogspot.com/2021/12/mushfiqur-rahim.html
No comments