টম লাথামের কথাই কি তাহলে সত্যি হতে চলেছে !
বাংলাদেশী বোলারদের জন্য বিবর্ণ একটি দিন !
গতকাল সংবাদ সম্মেলনে টম লাথাম বলেছিলেন বাংলাদেশী ক্রিকেটারদের রান বন্যায় ভাসিয়ে দিবেন। তবে কি লাথামের কথাই সত্যি হতে চলেছে ! প্রথম দিন দিন শেষে দেখাও গেল তাই। ১টি মাত্র উইকেট হারিয়ে কিউইদের রান ৩৪৯/১। যেখানে লাথাম অপরাজিত রয়েছেন ১৮৬ রানে, আর কনওয়ে অপরাজিত আছেন ৯৯ রানে।খেলা শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
পুরো ৯০ ওভার বোলিং করে ১টি মাত্র উইকেট ! বোলারদের এমন বিবর্ণ দিনে রান পাহাড়ের নীচে যে চাপা পরতে যাচ্ছে বাংলাদেশ দল এমনটাই বুঝা যাচ্ছে। দেখা যাক, আগামী কাল কি হয় ?
No comments