অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ ২০২২ ।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ - ২০২২
অনুর্ধ্ব - ১৯ বিশ্বকাপ ২০২২ এর শুরুটা ভাল হয়নি মোটেও ।বাংলাদেশ আজ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড এর বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং নেয়। একমাত্র রিপন মন্ডল ছাড়া আর কেউ ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। ইংল্যান্ডের বোলিং তোপে ৭ জন ব্যাটারই দুই অংকের কোঠায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ৩৫.২ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ মাত্র ৯৭। রিপন মন্ডল অপরাজিত ছিল ৩৩ রান করে।
বাংলাদেশ ঃ ৯৭/১০
স্কোর ঃ
- মাহফিজুল ইসলাম - ৩
- আরিফুল ইসলাম - ৪
- প্রান্তিক নওরোজ নাবিল - ০
- আইচ মোল্লা - ১৩
- মোঃ ফাহিম - ১
- আশিকুর জামান - ৯
- আবদুল্লাহ আল মামুন - ৪
- এস এম মেহরাব - ১৪
- রাকিবুল হাসান - ০
- নাইমুর রহমান - ১১
- রিপন মন্ডল - ৩৩ (অপরাজিত)
অবশেষে ইংল্যান্ড ২৫.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে নিল।
ফলাফল ঃ ইংল্যান্ড ৭ উইকেটে বিজয়ী।
https://farukhossainn.blogspot.com/2022/01/blog-post_11.html
No comments