লিটন কুমার দাসের দূর্দান্ত সেঞ্চুরি ।
একাই লড়াই করলেন লিটন দাস !
ক্রাইস্টচার্চে ২য় টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করলেন লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ইনিংসে ব্যর্থতার পর ২য় ইনিংসেও সেই একই চিত্র দেখা গেল বাংলাদেশের ব্যাটিং এ। লিটন কুমার দাস ছাড়া আর কেউ হাফ সেঞ্চুরির দেখা পান নি। ফলে বাংলাদেশের ব্যাটাররা টেস্টের ৩য় দিনে ব্যাট করতে নেমে ভাল ব্যাট করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় দলের ধংসস্তুপের উপরে দাড়িয়ে ওয়ানডে মেজাজে খেলে লিটন কুমার দাস তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি। ১১৪ বল খেলে তিনি করেছেন ১০২ রান ।
২য় টেস্টে বাংলাদেশ দল টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত হয়। নিউজিল্যান্ডকে ব্যাটিং এ পাঠানোর পর নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫২১ রান করে ইনিংস ঘোষনা করে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ১২৬ রান করেই অল আউট হয়ে যায়। ফলে, ফলোঅনে পড়ে আবারও ৩য় দিনে ২য় ইনিংসে ব্যাট করতে করতে নামে বাংলাদেশ দল। ২য় ইনিংসে তারা সব ক’টি উইকেট হারিয়ে ২৭৮ রান করতে সক্ষম হয়।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ (২য় টেস্ট) ঃ
নিউজিল্যান্ড - ৫২১/৬ , ডিক্লেয়ার্ড ।
বাংলাদেশ - ১২৬ ও ২৭৮
No comments