কালের আবর্তে হারিয়ে যাওয়া কালিবাড়ি ফেরিঘাট/গুদারাঘাট !
শুধু নামটা আছে, ঘাট নেই।এটা কালিবাড়ী গুদারাঘাট।ময়মনসিংহ শহরের একেবারে কুল ঘেষে বয়ে চলা ব্রক্ষপুত্র নদ, আর এ নদ পারাপাড়ের প্রধান ঘাট ছিল এটি।এখানে যে জমজমাট গুদারাঘাট ছিল তা আজকের প্রজন্মের বিশ্বাস করতেও কস্ট হবে।বদলে গেছে সেই পুরোনো ঘাটের চেহারা।নদী শুকিয়ে বালুচরে পরিনত হয়েছে। নৌকার পাশাপাশি এ ফেরি চলাচল করতো।ইজারাদাররা টোল আদায় করতো দু’পাড়ে। কালের বিবর্তনে সবকিছুই বিলিন হয়ে গেছে।এর কিছুটা পূর্বদিকে নব্বই এর দশকে ব্রক্ষপুত্র নদীর উপর তৈরি হয়েছে সেতু। সেতু তৈরির পর বদলে গেছে এ এলাকার যোগাযোগ ব্যবস্থা।বদলে গেছে যোগাযোগের যান-বাহন।ফেরি চলাচল বন্ধ হয়েছে সেতু তৈরির পর কিছুদন পরেই।বর্তমানে নৌকায় মানুষের চলাচলও সীমিত হয়ে আসছে। শুধু এপার আর ওপারের বাসিন্দারাই যাতায়াত করে।
দেখে বুঝার উপায় নেই যে এখন দিয়ে কোন এক সময় বিশাল বিশাল নৌকা ও ফেরি চলাচল করতো। ঘাটের কুলি’রা মালামাল আনা-নেয়া করতো।যাত্রীদের পদভারে মুখরিত থাকতো এই ঘাট। এখন এখানে তৈরি হয়েছে রাস্তা। চলাচল করে বালু বোঝাই ট্রাক, অটোরিক্সা, সিএনজি, মাইক্রোবাস ।
No comments