Publisher ID: pub-3111031525984073 Site: farukhossainn.blogspot.com বেগুনের উপকারিতা ও অপকারিতা। - Digital Product Review

Header Ads

বেগুনের উপকারিতা ও অপকারিতা।

সবজি জাতীয় খাবার হিসেবে আমাদের দেশে বেগুনের ব্যবহার সব সময়ই হয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই বেগুনের পুষ্টিগুন সম্পর্কে  জানি না।বেগুন পুষ্টিগুণে ভরা একটি সবজি।ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও কোষ্ঠ্যকাঠিন্যসহ শরীরের বিভিন্ন সমস্যা দূর করে বেগুন । এটি  বাঙালির পছন্দের  একটি সবজি। শুটকি মাছ রান্না থেকে শুরু করে বড় মাছের ঝোল, ছোট মাছের চচ্চরি, ভর্তা ও ভাজি হিসেবে বেগুনের ব্যবহার সর্বত্র।প্রকার ভেদ অনুযায়ী এখন সারা বছরই আমাদের দেশে  বেগুন উৎপাদন হয়ে থাকে।বেগুন ভিটামিন এ, সি, ই, এবং কে সমৃদ্ধ সবজি।

বেগুনের পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম) ঃ

  • শর্করা ৫.৮৮গ্রাম,
  • চিনি ৩.৫৩ গ্রাম,
  • খাদ্য আঁশ ৩ গ্রাম,
  • প্রোটিন ০.৯৮ গ্রাম,
  • স্নেহ পদার্থ ০.১৮ গ্রাম।

 আসুন জেনে নেয়া যাক বেগুনের গুনাগুণ/উপকারিতা ঃ

  • বেগুন চোখ ও ত্বক ভাল রাখতে সাহায্য করে।
  • নিয়মিত বেগুন খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণ হয়।
  • ডায়াবেটিস ও রক্তে কোলস্টেোরলের মাত্রা কমাতে সাহায্য করে।
  • বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য উপকারি এবং রক্তশূন্যতা কমাতে ভূমিকা রাখে।
  • বেগুনে রয়েছে  ক্যান্সার প্রতিরোধক উপাদান যা পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
  • যাদের ঘুমের সমস্যা আছে তারা বেগুন খেলে এ সমস্যা অনেকটাই কমে যায়।
  • নিয়মিত বেগুন খেলে কোষ্ঠ্যকাঠিন্য দূর হয়।
  • বেগুন খেলে দাঁত ও মাড়ি মজবুত হয়।
  • মুখের ঘা সারাতে সাহায্য করে।
  • বেগুনে রয়েছে প্রচুর পরিমানে ফা্ইভার ও এন্টিঅক্সিডেন্ট যা পেটের পীড়া ও কোষ্ঠ্কাঠিন্য দূর করে, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয়।
  • বার্ধ্যক্যের ছাপ কমায়।
  • স্মৃতিশক্তি বৃদ্ধি করে।




বেগুনের অপকারিতা ঃ

  • যাদের এলার্জি সমস্যা আছে তারা বেগুন খেলে চুলকানি বেড়ে যায়। সেক্ষেত্রে তাদের সাবধানে খাওয়া উচিত।












No comments

Product Reviews

Voice Magik Review: Features + Benefits

Introduction Welcome to my review of Voice Magik! Have you ever wished you didn't have to spend endless hours recording audio in order t...

Powered by Blogger.