Publisher ID: pub-3111031525984073 Site: farukhossainn.blogspot.com বেগুনের উপকারিতা ও অপকারিতা। - Digital Product Review

Header Ads

বেগুনের উপকারিতা ও অপকারিতা।

সবজি জাতীয় খাবার হিসেবে আমাদের দেশে বেগুনের ব্যবহার সব সময়ই হয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই বেগুনের পুষ্টিগুন সম্পর্কে  জানি না।বেগুন পুষ্টিগুণে ভরা একটি সবজি।ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও কোষ্ঠ্যকাঠিন্যসহ শরীরের বিভিন্ন সমস্যা দূর করে বেগুন । এটি  বাঙালির পছন্দের  একটি সবজি। শুটকি মাছ রান্না থেকে শুরু করে বড় মাছের ঝোল, ছোট মাছের চচ্চরি, ভর্তা ও ভাজি হিসেবে বেগুনের ব্যবহার সর্বত্র।প্রকার ভেদ অনুযায়ী এখন সারা বছরই আমাদের দেশে  বেগুন উৎপাদন হয়ে থাকে।বেগুন ভিটামিন এ, সি, ই, এবং কে সমৃদ্ধ সবজি।

বেগুনের পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম) ঃ

  • শর্করা ৫.৮৮গ্রাম,
  • চিনি ৩.৫৩ গ্রাম,
  • খাদ্য আঁশ ৩ গ্রাম,
  • প্রোটিন ০.৯৮ গ্রাম,
  • স্নেহ পদার্থ ০.১৮ গ্রাম।

 আসুন জেনে নেয়া যাক বেগুনের গুনাগুণ/উপকারিতা ঃ

  • বেগুন চোখ ও ত্বক ভাল রাখতে সাহায্য করে।
  • নিয়মিত বেগুন খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণ হয়।
  • ডায়াবেটিস ও রক্তে কোলস্টেোরলের মাত্রা কমাতে সাহায্য করে।
  • বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য উপকারি এবং রক্তশূন্যতা কমাতে ভূমিকা রাখে।
  • বেগুনে রয়েছে  ক্যান্সার প্রতিরোধক উপাদান যা পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
  • যাদের ঘুমের সমস্যা আছে তারা বেগুন খেলে এ সমস্যা অনেকটাই কমে যায়।
  • নিয়মিত বেগুন খেলে কোষ্ঠ্যকাঠিন্য দূর হয়।
  • বেগুন খেলে দাঁত ও মাড়ি মজবুত হয়।
  • মুখের ঘা সারাতে সাহায্য করে।
  • বেগুনে রয়েছে প্রচুর পরিমানে ফা্ইভার ও এন্টিঅক্সিডেন্ট যা পেটের পীড়া ও কোষ্ঠ্কাঠিন্য দূর করে, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যায় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক হয়।
  • বার্ধ্যক্যের ছাপ কমায়।
  • স্মৃতিশক্তি বৃদ্ধি করে।




বেগুনের অপকারিতা ঃ

  • যাদের এলার্জি সমস্যা আছে তারা বেগুন খেলে চুলকানি বেড়ে যায়। সেক্ষেত্রে তাদের সাবধানে খাওয়া উচিত।












No comments

Digial Product Review

Top 10 2025 GPT’s Mega Bundle Review: Turn AI into a light-speed content machine… starting today.

Thinking about using AI to make your content faster, launch products quicker, and fix your marketing? The Top 10 2025 GPT’s Mega Bundle coul...

Powered by Blogger.