পিকনিক/ বনভোজন।
পিকনিক/বনভোজন।
প্রতি বছর শীতকালীন সময়ে প্রায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বছরে একবার হলেও পিকনিক বা বনভোজন এর আয়োজন করে থাকে। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যায়। আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষক/শিক্ষার্থীদের কিংবা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানও তাদের কর্মীদের নিয়ে বনভোজন এর আয়োজন করে থাকে। অনেকে আবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায়।এ সব আয়োজন মনকে রিফ্রেশ এবং চাঙ্গা করে । চার দেয়ালের মধ্যে থেকে থেকে জীবন যখন হাপিয়ে উঠে তখন বন, জংগল, পাহাড় পর্বত, নদীর মধ্যে খুঁজে নেয়া যায় বুকভরা শ্বস্তির নিশ্বাস।
শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে দূরে বন বৃক্ষলতায় আচ্ছন্ন পরিবেশে যে ভোজনের আয়োজন করা হয় তাকেই আমরা বন ভোজন বা পিকনিক বলে থাকি। বর্তমানে এটা শুধু বন কেন্দ্রিক হয় না।বিভিন্ন দর্শনীয় স্থানেও বন ভোজন বা পিকনিকের আয়োজন করা হয়ে থাকে।বন ভোজন কেন্দ্রিক পিকনিক স্পটও গড়ে উঠেছে প্রায় সব জায়গায়। এটি এখন সরকারের রাজস্ব আদায়ের অন্যতম মাধ্যম।
ফটোগ্রাফি
বন ভোজন যে শুধু ভোজন তা কিন্তু নয়, এর সাথে আন্ন্দ, উল্লাস, উচ্ছাস, ভাললাগা জড়িয়ে থাকে। নতুন নতুন স্থান ও পরিবেশের সাথে পরিচয় ঘটে।দেশের সব এলাকা এক রকম হয় না। একেক এলাকায় একেক ধরনের প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান।এর মাধ্যমে অন্য এলাকা সম্পর্কে ধারনা পাওয়া যায়। এজন্য অনেকে একে শিক্ষা সফর বলে থাকেন।বন ভোজনের সাথে অনেক সময় খেলাধুলা, গানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের পুরস্কারের ব্যবস্থা করা। মূলত বিনোদনের জন্যই এসব করা হয়ে থাকে।
গ্রুপ ছবি
খাওয়া দাওয়া চলছে
No comments