Conscience / বিবেক
বিবেক যার আছে, তার আত্ম দহন ক্ষমতাও আছে। যার বিবেক নাই, তার অবশিষ্ট বলতে কিছু নাই। বলতে পারেন সবারই তো বিবেক আছে ? আমি জাগ্রত বিবেকের কথা বলছি। যে বিবেক কাজ করে না, মানুষের ক্ষতির চিন্তা করে, পাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, অবশ্যই সে বিবেক মরে গেছে । জাগ্রত বিবেক তাকেই বলব, যে বিবেক কোন অসৎ কাজ করতে মনকে বাঁধা দেয়, অন্যের ক্ষতির কারণ হবে এই ভেবে সে কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেটাই প্রকৃত বা জাগ্রত বিবেক।
No comments