বসন্তকাল
আজ থেকে শুরু হল স্বপ্নময় ঋতুরাজ বসন্ত ।সকাল থেকেই ডাকছে পাখি, পাখির কলকাকলিতে ঘুম ভাঙ্গলো সবার। আমাদের দেশে ফাল্গুন মাসের গুরুত্ব অন্য আর এগারটি মাসের চেয়ে পুরোপুরি আলাদা।বসন্ত এলে প্রকৃতি ও মানুষের মন দুটোই যেন সাজে অপরুপ সাজে।শীতের জড়তা ভেঙ্গে মন ছুটে চলে আপন গতিতে দূর থেকে বহুদূর।ফাগুনি এলোমেলো হাওয়া, ঝিরঝিরে বাতাস, পাতা ঝরা'র মর্মর শব্দ ও পাখির কলতান উদাস করে মন।শত কর্মচঞ্চলতার মাঝেও প্রিয় মানুষের সাণ্হিধ্য খুঁজে ফেরে উদাসী মন।ছয় ঋতুর দেশে পালাক্রমে ঋতুরাজ বসন্ত আসে সবার পরে।ফাল্গুন ও চৈত্র এ দু’মাস মিলে বসন্তকাল।ঋতুরাজ বসন্তের আগমনকে ঘিরে চলে নানা আয়োজন। বসন্তকে বরণ করার জন্য হয় বসন্ত বরণ উৎসব। সে উৎসবে সব শ্রেনীর মানুষ অংশ নেয়,বিশেষ করে শহরাঞ্চলে।মেয়েরা বাসন্তী রং শাড়ী পড়ে, আর ছেলেরা পড়ে পাঞ্জাবি।
বসন্তে ফুল ফুটে, পাখি গান গায় আপন মনে।গাছপালা’র পুরোনো পাতাগুলো খসে পড়ে, গজায় নতুন নতুন পাতা ও ডালপালা। প্রকৃতি সাজে নবরুপে।কোকিলের কুহু কুহু ডাক মুগ্ধ করে সবাইকে।সে এক অন্যরকম ভাললাগা।তাই তো কবি বলেছেন, আহা ! আজি এ বসন্তে, কত ফুল ফুটে, কত পাখি গান গায়।
ভালবাসা কড়া নাড়ে সবার দুয়ারে দুয়ারে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসটি যেন ফাগুনকে আরও বেশি পরিনত ও মাধুর্যময় করে তুলেছে।এ সময়টায় নানা রঙের ফুল ফুটে প্রকৃতিতে।প্রকৃতি হয় আরও বেশি সজীব, সুন্দর ও আকর্ষনীয়।
অতৃপ্ত আত্নার হাহাকার ও প্রিয়জনকে কাছে পাবার তীব্র বাসনা বসন্তকালের অন্যতম আকর্ষণ। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টা সবচেয়ে উপভোগ্য একটা সময়। এই উপমহাদেশের আবহাওয়ায় বসন্ত ঋতু এক অন্যরকম আবহ সৃস্টি করে। এবার ফাল্গুনের শুরুটা সত্যি অসাধারন। চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, মৃদুমন্দ বাতাস বইছে ।ফুলের দোকান থেকে ফুল কিনছে তরুণ তরুনীরা। ঘুরাফেরা করছে রাস্তায় ও পার্কে, অভূতপূর্ব সে দৃশ্য।
No comments